নির্বিচারে উত্তোলনের ফলে সেন্টমার্টিন দ্বীপের চুনাপাথর ক্রমেই হারিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি পর্যটকদের মন কাড়া নিদর্শন নারিকেল জিনজিরা নামে খ্যাত প্রবাল ও চুনাপাথরের জন্য প্রসিদ্ধ বিশ্বের অন্যতম প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। প্রতি বছর দেশি-বিদেশি লাখো পর্যটক, শিক্ষার্থী এবং ভিআইপিরা ভ্রমণে আসেন এখানে। ফলে সরকার, জাহাজ মালিক, হোটেল মালিক এবং স্থানীয়দের আয়-উপার্জন বেড়ে যায়। দ্বীপের বালিতে রয়েছে বহু মূল্যবান খনিজ পদার্থ। গবেষকদের মতে, দ্বীপটিকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে প্রবাল, শৈবাল ও চুনাপাথরসহ প্রাকৃতিক বস্তুকণার গুরুত্ব অপরিহার্য। কিন্তু প্রবাল দ্বীপ থেকে ক্রমাগত প্রবাল, কেয়াবন, চুনাপাথর ইত্যাদি নির্বিচারে উত্তোলন ও ধ্বংসের ফলে এসব প্রাকৃতিক সম্পদ বিলুপ্তির পথে। এছাড়া দ্বীপজুড়ে যত্রতত্র হোটেল-মোটেল নির্মাণের কারণে পরিবেশেরও মারাত্মক ব্যাঘাত ঘটছে। দ্বীপের দক্ষিণ ও পশ্চিমাংশে সবচেয়ে বেশি চুনাপাথর রয়েছে। তবে পরিবেশকর্মীদের চরম উদাসীনতার কারণেই দ্বীপের এই করুণ অবস্থা...