জাতিসংঘে বক্তব্য দিতে গিয়ে পরপর তিনটি যান্ত্রিক বিভ্রাটের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব ঘটনাকে ‘ট্রিপল স্যাবোটেজ বা ত্রিমুখী নাশকতা’ আখ্যা দেন তিনি। পাশাপাশি ট্রাম্প এর তদন্ত দাবি করেন। বার্তা সংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘ সদরদপ্তরের এসকেলেটরে ওঠার পর সেটি বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যান তিনি। অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় টেলিপ্রম্পটারটিও (বক্তব্যের লিখিত রূপ ভেসে ওঠার স্ক্রিন) কাজ করছিল না। এ ছাড়া সাউন্ড সিস্টেমেও বিভ্রাট দেখা দেয়। জাতিসংঘ জানিয়েছে, গত মঙ্গলবার নিউইয়র্কে তাদের সদরদপ্তরে ট্রাম্পের উপস্থিতির সময় যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো ছিল কাকতালীয়। হোয়াইট হাউসের কর্মীরা বরং এ জন্য দায়ী হতে পারেন। তবে ঘটনাগুলোর ধারাবাহিকতাকে ‘অত্যন্ত অশুভ’ বলে মন্তব্য করেন ট্রাম্প। এর নেপথ্যে থাকাদের গ্রেপ্তারের দাবি তোলেন তিনি এবং জানান, মার্কিন সিক্রেট...