ঢাকা: সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউক্রেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের সাথে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষে তিনি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেন।উল্লেখ্য, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের শাসনামলে ইউক্রেন ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বুধবার (২৪ সেপ্টেম্বর), যেখানে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি একটি প্রতিনিধিদলসহ উপস্থিত ছিলেন। এ বিষয়ে এক সংক্ষিপ্ত বিবৃতিতে তথ্য জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।উল্লেখযোগ্যভাবে, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম সিরিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট পর্যায়ে অংশ নিয়েছে। ওই যুদ্ধে ইসরায়েল সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোলান মালভূমি দখল করে নেয়।রাশিয়া–সমর্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিজেদের স্বাধীনতার ঘোষণা দিলে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার...