বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় বহিরাগতদের জমায়েত এবং বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ভোটার, প্রার্থী ও অনুমোদিত সাংবাদিক ব্যতিত কাউকে প্রবেশের অনুমতি নেই। তবু কিছু সাবেক শিক্ষার্থী এবং অচেনা মুখ ক্যাম্পাসে প্রবেশ করেছেন। বিষয়টি শৃঙ্খলা কমিটির দায়িত্বে থাকা শিক্ষক রাজিব রোমনের নজরে আনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্যাম্পাসে মোতায়েন আছেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ বহিরাগতদের একটি দল ক্যাম্পাসে ভিড় জমিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এতে ভোটাররা নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন হয়েছেন। পাশাপাশি, বহিরাগতদের মাধ্যমে ভোট প্রার্থীদের পক্ষের প্রচারণার অভিযোগও উঠেছে। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মোঃ জাহিদ হাসান বলেন, “আইনশৃঙ্খলার বিষয়টি আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। পুলিশ থাকলেও বিভিন্ন অচেনা এবং বহিরাগত চেহারা ক্যাম্পাসে দেখা...