নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ||রাইজিংবিডি.কম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন।আরো পড়ুন:ভাসানী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতিদিনে শিক্ষার্থী, সন্ধ্যায় দোকানী রুবেল ভাসানী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় জীবনে পরিচয়পত্র পেয়েছি দ্বিতীয় বা তৃতীয় বর্ষে গিয়ে। আর তোমরা ভর্তি হয়েই প্রথম বর্ষের শুরুতেই মানসম্মত পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেলে। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই পরিচয়পত্র শুধু পড়াশোনায় মনোযোগী করবেই না, বরং এটি একজন শিক্ষার্থীর...