মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৈঠক ‘প্রায় নিশ্চিত’। খবর ডনের। প্রধানমন্ত্রীর মিডিয়া দল, পাকিস্তানের দূতাবাস ও জাতিসংঘ মিশনের কর্মীরা এই বৈঠককে ‘প্রায় নিশ্চিত’ বলে বর্ণনা করেছেন। এই প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যেই বেশ কয়েকজন জ্যেষ্ঠ কূটনীতিক ওয়াশিংটনে ফিরে গেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কেবল হেসে উত্তর এড়িয়ে যান। তিনি পরের দিন এ বিষয়ে কথা বলবেন বলে জানান। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে যোগ দিতে পারেন। এর আগে চলতি বছরের...