ভোরের আলো ফুটতেই ব্রহ্মপুত্রের তীরে শুরু হয় হাক-ডাক। বেড়ে যায় নৌকার আনাগোনা, জমে ভিড়। কেউ শাকসবজি, ধান বা চর থেকে আনা ফসল নিয়ে জামালপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ জামালপুর থেকে এসেছেন বাজার সওদা বা আপনজনের খোঁজে। এই আসা যাওয়ার ভিড়েই গড়ে উঠেছে গাইবান্ধার সাঘাটার হলদিয়া ইউনিয়নের নলছিয়া ঘাটের প্রাণচাঞ্চল্য। শুধু তাই না সকালবেলার ব্যস্ততা কাটতে না কাটতেই বদলে যায় দৃশ্যপট। দুপুরের দিকে এখানে ভিড় জমে নৌভ্রমণে আসা তরুণ-তরুণী কিংবা পরিবার-পরিজনের। নৌকা ভাড়া নিয়ে গান-বাজনায় রঙিন হয়ে যায় নদীর বুক। তাই নলছিয়ার ঘাট কেবল কৃষিপণ্য বা যাতায়াতের পথ নয়, বরং ব্যবসা আর বিনোদনের এক অন্যন্য জায়গা। যথাযথ পরিকল্পনা পেলে এই ঘাট হতে পারে উত্তরাঞ্চলের এক সম্ভবনাময় পর্যটনস্পট। কৃষি আর চরের যোগসূত্রগাইবান্ধার সাঘাটা উপজেলা ও আশপাশের গ্রাম ধান, পাট, ভুট্টা আর...