ডেনমার্কের উত্তরাঞ্চলীয় জুটল্যান্ড অঞ্চলে অবস্থিত আলবর্গ বিমানবন্দর 'অজ্ঞাত' ড্রোন দেখা যাওয়ায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর থেকে বাণিজ্যিক উড়োজাহাজের পাশাপাশি সামরিক উড়োজাহাজও পরিচালিত হয়। খবর আল জাজিরার। ডেনিশ পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটের দিকে আলবর্গ বিমানবন্দরের আকাশে একাধিক ড্রোন দেখা যায় এবং কয়েক ঘণ্টা ধরে সেগুলো টহল দেয়। ড্রোনগুলোর আলো জ্বালানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ইউরোকন্ট্রোল জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টা (জিএমটি) পর্যন্ত আলবর্গ বিমানবন্দরে সব ধরনের আগমন ও প্রস্থান বন্ধ রাখা হবে। পরে সকালে পুলিশ জানায়, ড্রোনগুলো আলবর্গ আকাশসীমা খুলে দেয়। তবে একই সময়ে এসবিয়ার্গ, সোন্ডারবর্গ ও স্ক্রিডস্ট্রুপ শহরের বিমানবন্দর ঘিরেও ড্রোন দেখা গেছে। স্ক্রিডস্ট্রুপ ঘাঁটিই হলো ডেনমার্কের এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমানগুলোর প্রধান ঘাঁটি। পুলিশ বলছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি ড্রোনগুলোর ধরন বা...