‘বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- সবাইকে ভাই ভাই’ আখ্যা দিয়ে কক্সবাজার-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এতে সমালোচনার ঝড় উঠেছে উখিয়ায়। জানা গেছে, কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পাড়া-মহল্লায় ঘুরে এ বক্তব্য দেন। ভিডিওতে দেখা যায়, হাতে ছবি-সংবলিত লিফলেট নিয়ে তিনি বলেন- বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, আমরা সবাই ভাই ভাই। শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাই। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে শাহজাহান চৌধুরীকে সবাই ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাব ইনশাআল্লাহ। বক্তব্য শেষে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর বিজয়ের জন্য মোনাজাত করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে সমালোচনা শুরু হয়। অনেকেই...