ক্যারিবীয় সাগরে মাদকবাহী সন্দেহভাজন নৌকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে ‘স্বৈরাচারী আচরণ’ আখ্যা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসব হামলায় যদি কলম্বিয়ান নাগরিক নিহত হয়ে থাকে, তবে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই হামলাকে যুক্তরাষ্ট্রে ফেন্টানিলসহ বিভিন্ন অবৈধ মাদক চালান রোধে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দাবি করছে। এ মাসের শুরু থেকে চালানো এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে আইন বিশেষজ্ঞ ও মার্কিন আইনপ্রণেতারা বলছেন, এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হতে পারে। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো বলেন, কেন একটি নৌকাকে থামিয়ে ক্রুদের গ্রেফতার না করে ক্ষেপণাস্ত্র ছোড়া হলো? এটাকেই হত্যাকাণ্ড বলা হয়। তিনি জোর দিয়ে বলেন, মাদকবাহী সন্দেহে কোনো স্পিডবোট থামাতে গিয়ে কারও মৃত্যুর প্রয়োজন...