ডিম ছুড়ে মারা বা নিক্ষেপ। কারও প্রতি ক্ষোভ, রাগ বা অপমানের ‘প্রতিশোধ’ হিসেবে বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনায় ডিম ছুড়ে মারা হয়ে আসছে। ডিম নিক্ষেপের ঘটনা সবচেয়ে বেশি চোখে পড়েছে গত বছর গণ–অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং ওই সরকারের সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা গ্রেপ্তার হওয়ার পরে। সর্বশেষ গত সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের ওপর আওয়ামী লীগের নেতা–কর্মীদের ডিম নিক্ষেপের ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয়েছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যাওয়া একজন রাজনৈতিক নেতাকে হেনস্তার এ ঘটনার নিন্দা জানিয়েছেন রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। অবশ্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিবাদের ভাষা হিসেবে ডিম, টমেটো ও পানির বোতল নিক্ষেপের ঘটনা নতুন নয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক স ম আলী...