আজ ‘ওয়ার্ল্ড লাং ডে’ বা বিশ্ব ফুসফুস দিবস। প্রতিবছর ২৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি পালিত হয়। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে Healthy Lungs, Healthy Life অর্থাৎ স্বাস্থ্যবান ফুসফুস মানেই সুস্থ জীবন। ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি (FIRS) এই থিমের মাধ্যমে বার্তা দিয়েছে ‘‘শ্বাস-প্রশ্বাসের জন্য নয়, একটি জাতির সার্বিক উন্নয়নেও ফুসফুসের স্বাস্থ্য অপরিহার্য। কেননা কর্মক্ষম জনশক্তি গড়ে ওঠে সুস্থ ফুসফুসের ওপর ভিত্তি করে।’’আরো পড়ুন:হার্ট অ্যাটাকের এই লক্ষণগুলো এড়িয়ে যাবেন নাবাস্তবে নেই, কাগজে-কলমেই আছে নাচোলের ৩ উপস্বাস্থ্য কেন্দ্র বাস্তবে নেই, কাগজে-কলমেই আছে নাচোলের ৩ উপস্বাস্থ্য কেন্দ্র আতঙ্কের বিষয় হচ্ছে পুরো বিশ্বে ফুসফুসের রোগ একটি নীরব মহামারির মতো ছড়িয়ে পড়ছে। এর পেছনে প্রধান কারণগুলো হলো: ২. বায়ুদূষণ, সংক্রমণ, চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতা ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) হিসাব অনুযায়ী, ‘‘প্রতিবছর বিশ্বে এক কোটিরও...