বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট করা বিদ্যুৎখাতকে সংস্কার করার কাজে হাত দিয়েছে সরকার। বিশেষ করে দলীয় ব্যবসায়ীদের সুবিধা দিতে আওয়ামী লীগ বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট করা বিদ্যুৎখাতকে সংস্কার করার কাজে হাত দিয়েছে সরকার। বিশেষ করে দলীয় ব্যবসায়ীদের সুবিধা দিতে আওয়ামী লীগ এখাত থেকে বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নিয়ে ও নিয়ম নীতি দোহাই দিয়ে কোটি কোটি টাকা লুট করেছে। এ ধরনের ঘটনা যাতে নুতন করে না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। সূত্র জানায়, দলীয় ব্যবসায়ীদের সুবিধা দিতে অপ্রয়োজনীয় বিদ্যুত কেন্দ্র বানিয়েছিল আওয়ামী লীগ । এরমাধ্যমে ভর্তুকির নামে কোটি কোটি টাকা লুট হয়েছে। সর্বশেষ হিসেব মতো বিদ্যুৎখাতে ভর্তুকি ৬২ হাজার কোটি টাকা। এটাকা যাতে আগামীতে না দিতে হয় সেজন্য পর্যায়ক্রমে তা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এমন বাধ্যবাধকতার...