শরীয়তপুর: গোসাইরহাট ইংলিশ একাডেমির উদ্যোগে “কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের মধ্যে মহাকাশ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে এ আয়োজন করা হয়।বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে শামসুর রহমান কলেজ অডিটরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে মহাকাশ বিজ্ঞান ভিত্তিক সেমিনার, সাইবার সিকিউরিটি, রোবট তৈরির কর্মশালা ও রকেট বানানো ও উৎক্ষেপণ কর্মশালা, গ্র্যাজুয়েশন সেরিমনি ও রোবট প্রদর্শনী, রকেট উৎক্ষেপণের রোমাঞ্চকর প্রদর্শনী, শিশু ও অভিভাবকদের জন্য বিশেষ ইন্টার্যাকটিভ সেশন, স্পেস কুইজ দেখানো ও শিক্ষানো হয়।এসময় উপস্থিত ছিলেন সরকারি শামছুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, মোহাম্মদ মাহমুদী উজজামান, ভাইস প্রেসিডেন্ট, এ ডব্লিউ এসের কৌশলগত জোট এবং জি টি এম সাইবেজ সফটওয়্যার ইউ এস এ, সাবেক সলিউশন আর্কিটেক্ট লিডার, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, ইউএসএ সহ আরো বিভিন্ন...