বলিউড ফ্যাশনের মঞ্চে দিশা পাটানির নাম উচ্চারণ মানেই গ্ল্যামার আর সাহসী স্টাইলের এক অনন্য উদাহরণ। এবার তিনি হাজির হয়েছেন সাদা লেসের বডিকন পোশাকে, যেখানে আধুনিকতা ও চিরন্তন সৌন্দর্য মিলেমিশে তৈরি করেছে স্বপ্নময় আভা। ছবি: দিশার ইনস্টাগ্রাম থেকে সূক্ষ্ম লেস কাপড়ে তৈরি ড্রেসটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে দিশার গড়নের ছাপ। করসেট-স্টাইলের বডিসে ছিল হালকা ভিনটেজ আমেজ, আর পোশাকের হেমলাইনে স্বচ্ছ লেসের খেলা এনে দিয়েছে রোমান্টিক ও রূপকথার মতো এক আবহ। মেকআপের দিক থেকেও দিশা রেখেছেন সরলতা-ন্যুড টোনে হালকা ছোঁয়া, যেন তার স্বাভাবিক সৌন্দর্যই হয়ে ওঠে কেন্দ্রবিন্দু। এলোমেলো আপডু হেয়ারস্টাইল তার লুকে যোগ করেছে সাহসী বোল্ডনেস, একইসঙ্গে পোশাকের সূক্ষ্ম সৌন্দর্যকে দিয়েছে আরও গুরুত্ব। ছোট্ট ঝলমলে কানের দুল সাজটিকে করেছে নিখুঁত ও পরিশীলিত। পোশাকের সঙ্গে মানানসই করে দিশা বেছে নিয়েছেন বেইজ রঙের ক্ল্যাসিক হিল।...