‘রক অন ২’ (২০১৬) ও ‘বাম্বাই মেরি জান’ (২০২৩)-এর জন্য পরিচিত এই নির্মাতার সঙ্গে আলিয়া আগামী বছরগুলোতে একাধিক বিগ বাজেটের সিনেমা নির্মাণ করবেন বলে শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথমে যৌথ উদ্যোগ হিসেবে তারা তরুণদের কেন্দ্র করে একটি ক্যাম্পাসভিত্তিক গল্প নিয়ে কাজ করবেন। এ বিষয়ে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের লক্ষ্য বড় পর্দার জন্য চমকপ্রদ সিনেমা এবং ওটিটি দর্শকদের জন্য আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা। এ ক্ষেত্রে প্রযোজনার দিকটি দেখবে সুজাতের কোম্পানি, আর আলিয়ার টিম সামলাবে সৃজনশীল দিক। শিগগিরই তারা সিনেমার শুটিং শুরু করবেন বলে সূত্রটি জানিয়েছে। আলিয়া...