ঢাকা: ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, “ইসরায়েলকে অবশ্যই ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান দখলদারিত্বের অবসান ঘটাতে হবে।”গাজায় চলমান মানবিক বিপর্যয়কে “অসহনীয়” হিসেবে আখ্যায়িত করে প্রেসিডেন্ট স্টাব অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দিদের মুক্তির আহ্বান জানান। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো অধিকার ইসরায়েলের নেই।আলেকজান্ডার স্টাব জাতিসংঘ সনদে বর্ণিত সার্বভৌমত্ব, মানবাধিকার ও মৌলিক নীতিগুলোর প্রতি শ্রদ্ধা জানানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, “রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের যেমন কোনো বৈধতা নেই, তেমনি ইসরায়েলেরও ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অধিকার নেই। একইভাবে, কোনো রাষ্ট্রই কৌশলগত বা অর্থনৈতিক স্বার্থে সুদান বা কঙ্গোর ভূখণ্ডে প্রক্সি যুদ্ধ চালাতে পারে না।”বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফিনিশ প্রেসিডেন্টের এসব মন্তব্যের কথা জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা...