এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্যটা শিরোপা জয়। সুপার ফোরে ভারত বধের স্বপ্নটা পূরণ হয়নি টাইগারদের। শিরোপা নির্ধারণী ম্যাচে যেতে হলে বাংলাদেশের সামনে আর একটি ম্যাচ বাকি। সুপার ফোরের তৃতীয় ম্যাচে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে লিটনরা। ফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই বাংলাদেশের সামনে। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। টি-টোয়েন্টি সংস্করণে দুদলের ২৫ বারের দেখায় বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ২০টি। তবে পরিসংখ্যানকে পেছনে রেখে আজ বাংলাদেশ জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে। কেননা সম্প্রতি এশিয়া কাপ শুরুর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। লিটনরা তাই আজ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী হয়েই মাঠে...