২০ ঘণ্টার ব্যবধানে আবারও নামতে হচ্ছে বাংলাদেশকে। ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর সমীকরণ এখন এমন—পাকিস্তানকে হারাতে পারলে ফাইনাল, হারলে বিদায়। বাঁচা-মরার এই ম্যাচের আগে প্রশ্ন জমেছে লিটন দাসকে নিয়ে। তিনি কি ফিট আছেন? গত পরশু থেকেই ঘুরছে এই প্রশ্ন। বুধবার ভারতের বিপক্ষে ম্যাচের আগে তা প্রকট হয়। বাংলাদেশের অধিনায়ক ম্যাচটি খেলতে পারেননি। ড্রেসিংরুমেই কাটিয়েছেন। আজ রাত সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে তাকে পাওয়া নিয়েও জেগেছে শঙ্কা। যদিও বুধবার ভারতের বিপক্ষে হারের পর জাকের আলী সম্ভাবনার কথা জানিয়ে রেখেছেন, ‘উনি পুনর্বাসনে আছেন। আমরা (পাকিস্তান) ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করব।’ গত মঙ্গলবার অনুশীলনের সময় পাঁজরে চোট পান লিটন। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকেও যান। তিনি না খেলায় ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় জাকের আলীকে। আজ লিটনকে না পাওয়া গেলে তার কাঁথেই থাকবে...