খেলাধুলার মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমিনুল হক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন—বাংলাদেশে সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তন আনতে হবে। আর খেলাধুলাই সেই পরিবর্তনের অন্যতম মাধ্যম। প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা হবে এ পরিবর্তনের ধারক ও বাহক।তিনি আশ্বাস দেন, বিএনপি সরকার গঠন করলে জুনেলের মতো প্রতিভাবান খেলোয়াড়দের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার সব খরচ রাষ্ট্র বহন করবে।শিগগির দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি : ডা. জাহিদআমিনুল হক আরও বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা জুনেল, জিসান, সোহান, রিয়াদ কিংবা দাবাড়ু মুনতাহাদের মতো প্রতিভাবানদের একটি প্ল্যাটফর্মে আনা হবে। এর মাধ্যমে গড়ে তোলা হবে ক্রীড়ামুখী ও মাদকমুক্ত বাংলাদেশ।কর্মসূচিতে সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউছ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আখতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরীসহ স্থানীয়...