প্রায় পাঁচ দশক ধরে এফডিসির আঙিনা, আলো-অন্ধকার আর কর্মব্যস্ততায় নিজেকে সঁপে রেখেছিলেন শিল্পনির্দেশকের সহকারী মোহাম্মদ খোরশেদ আলম। দীর্ঘ ৪৭ বছরের পথচলার পর এবার বিদায় নিলেন তিনি। বুধবার বিকেলে এফডিসিতে আয়োজন করা হয় খোরশেদ আলমের বিদায় অনুষ্ঠান। সেখানে তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুকে জড়িয়ে ধরে কেঁদেও ফেলেন তিনি। খোরশেদ আলম বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। ভুলত্রুটি ক্ষমা করবেন। আমার জন্য যারা এ আয়োজন করেছেন, শরীরের সব রক্ত দিয়েও এ ঋণ শোধ হবে না। এফডিসি আগের মতো ভালো দিনে ফিরে যাক। এই কামনা করি।’ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, এফআই মানিক, সাইমন তারিক, গাজী মাহবুবসহ অনেকে। ঝন্টু বলেন, ‘খোরশেদের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বহু ছবিতে সে কাজ করেছে। সে কর্মজীবন...