ক্যারিবিয়ান অঞ্চলে মাদক পাচারের অভিযোগে বেসামরিক নৌকাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে ‘স্বৈরাচারী কাজ’ বলে আখ্যায়িত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। পেত্রো বলেন, ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় কোনো কলম্বিয়ান নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেলে মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।আরো পড়ুন:ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত রায়ান রাউথ১৮ ইঞ্চি তলোয়ার গিলে ফেললেন এক নারী ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত রায়ান রাউথ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফেন্টানিলসহ বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ রোধ করতেই এসব হামলা চালানো হচ্ছে। ভেনেজুয়েলার উপকূলে চলতি মাসে শুরু হওয়া এ ধরনের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে কি না, তা নিয়ে আইন বিশেষজ্ঞ ও মার্কিন আইনপ্রণেতারা। পেত্রো বলেন,...