প্রতিবেদন সূত্রে জানা যায়, মর্মান্তিক এই ঘটনা ২০২২ সালের জানুয়ারি মাসে লাহোরের কাহনা এলাকায় ঘটে। অভিযুক্ত কিশোর রের নাম আলি জাইন (বর্তমান বয়স ১৭)। ঘটনার দিন রাত ২টার দিকে সে পরিবারের সদস্যদের ওপর অতর্কিতে গুলি চালায়। এতে তার মা, ভাই এবং দুই বোন নিহত হন। এই ঘটনায় কাহনা থানায় মামলা দায়ের করা হয়। মামলার বিচার চলাকালে প্রসিকিউটর হাবিবুর রহমান সাক্ষী ও প্রমাণ উপস্থাপন করেন। রায় ঘোষণাকালে বিচারক রিয়াজ আহমেদ বলেন, অপরাধের ভয়াবহতার কারণে আলি জাইনকে চারটি যাবজ্জীবন সাজা দেওয়া হচ্ছে, যা মোট ১০০ বছরের কারাদণ্ডের সমান। তবে, আসামির বয়স বিবেচনায় মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ৪০ লাখ রুপি জরিমানাও করা হয়। জানা যায়, ঘটনার দিন ঘণ্টার পর ঘণ্টা খেলেও লক্ষ্য পূরণ করতে না পারায় সে মায়ের লাইসেন্সকৃত...