ফুটবলপ্রেমীরা সাধারণত টাকা খরচ করে মাঠে গিয়ে প্রিয় দলের খেলা দেখেন। কিন্তু কল্পনা করুন, একদিন আপনি টিকিট না কেটে বরং গ্যালারিতে বসে খেলা দেখার জন্যই হাতে পেলেন প্রায় ১,৩৩৮ টাকা (১১ ডলার)! অবিশ্বাস্য শোনালেও সৌদি আরবের ক্লাব নিয়োম এসসিতে এমনটাই ঘটছে।ফরাসি দৈনিক ল’কিপ জানিয়েছে, কিং খালিদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচে ভিড় জমানোর জন্য নিয়োম এসসি দর্শক ভাড়া করে। নির্দিষ্ট সংখ্যক মানুষকে ডাকা হয় গ্যালারিতে জোরে চিৎকার করে সমর্থন দেওয়ার জন্য। এমনকি তাদের কীভাবে উল্লাস করতে হবে, কী স্লোগান তুলতে হবে—সব নির্দেশনা পাঠানো হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে! আর এ জন্য প্রত্যেককে ম্যাচপ্রতি দেওয়া হয় প্রায় ১,৪০০ টাকা।১৯৬৫ সালে আল-সুকুর ক্লাব নামে যাত্রা শুরু করা দলটি বহু বছর দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ফুটবলে ঘোরাফেরা করেছে। ২০১১ সালে প্রথমবারের মতো প্রথম বিভাগে...