নিজস্ব প্রতিবেদক : আট বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়েছিল। প্রথম দিকে মোহের সম্পর্ক থাকলেও এখন তা তিক্ত। প্রায় তাদের মধ্যে ঝগড়া হয়। দুজনের মধ্যে হাতাহাতি, একে অন্যকে মারধর কিছুই বাকি নেই। তিক্ততার মাত্রা বাড়লে তা আদালতে গড়ায়। বর্তমানে আদালতে তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এরই মধ্যে নতুন করে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। স্বামীর অভিযোগ, স্ত্রী প্রথমে তাকে মারধর করেন। বাঁচতে তিনি খাটে উঠলেও শেষ রক্ষা হয়নি। স্ত্রী তাকে জাপটে ধরে কান কামড়ে ছিঁড়ে নিয়েছেন। ব্যান্ডেজ করা অবস্থায় থানায় অভিযোগ করেছেন এবং জানিয়েছেন, তিনি আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না। অন্যদিকে, স্ত্রীও নির্যাতনের পাল্টা অভিযোগ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে ভারতের উত্তর প্রদেশের কানপুরে এ ঘটনা ঘটে। আহত স্বামী অমিত সোনকার অভিযোগ করেন, আমরা...