এসএ গেমসের স্বর্ণজয়ী তারকা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত আবারও ইতিহাস গড়লেন। জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় তিনি তুললেন সর্বোচ্চ ২১০ কেজি ভার। যা দেশের নারী ভারোত্তোলনে নতুন রেকর্ড। এসএ গেমসের স্বর্ণজয়ী তারকা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত আবারও ইতিহাস গড়লেন। জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় তিনি তুললেন সর্বোচ্চ ২১০ কেজি ভার। যা দেশের নারী ভারোত্তোলনে নতুন রেকর্ড। বুধবার অনুষ্ঠিত ৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতাতে মাবিয়া স্ন্যাচে তুলেছেন ৯২ কেজি। আর ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১১৮ কেজি। দুই মিলে মোট ২১০ কেজি। যা আগের নিজের রেকর্ড ভেঙে নতুন উচ্চতা ছুঁয়েছে। এ কৃতিত্বের জন্য তিনি পেয়েছেন সেরা নারী ভারোত্তোলক পুরস্কার। নিজের রেকর্ড ভাঙ্গার পর মাবিয়া বলেন, আজ (বুধবার) যে ভার তুলেছি, এটা আমার ক্যারিয়ারের সেরা এবং বাংলাদেশেরও সেরা। এর আগে আমি ক্লিন অ্যান্ড...