রাজ্য মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে কেন্দ্র করে ভারতের লাদাখে আন্দোলন সহিংস রূপ নিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) লেহ শহরে ব্যাপক বিক্ষোভে অন্তত চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল ৪টার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। লাদাখের দাবিকে ঘিরে সরকারের সঙ্গে আলোচনার অগ্রগতি চললেও হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হলেও কিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। মন্ত্রণালয় অভিযোগ করেছে, পরিবেশকর্মী সোনম ওয়াংচুক জনগণকে উসকে দিয়েছেন এবং নেপালের ‘জেন-জি’ আন্দোলন ও আরব বসন্তের উদাহরণ টেনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। সহিংসতায় বিক্ষোভকারীরা বিজেপি কার্যালয় ও হিল কাউন্সিলের সদর দপ্তরে পাথর নিক্ষেপ করেন। পরে একটি নিরাপত্তা...