ক্রিডেন্স হাউজিং লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে, ক্রিডেন্স হাউজিং লিমিটেড ও এমটিবির গ্রাহকেরা গৃহঋণসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা সহজে গ্রহণের সুযোগ পাবেন।রাজধানীর গুলশানে এমটিবির করপোরেট প্রধান কার্যালয়ে গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ক্লায়েন্টরা দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ সুবিধা এবং প্রতিযোগিতামূলক সুদের হারে সহজ শর্তে এমটিবি থেকে গৃহঋণ গ্রহণ করতে পারবেন।এ সময় ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিডেন্স হাউজিং লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স) এস. এ. আজগর মহিউদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের জেনারেল...