এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ৯ অক্টোবর রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ৯ অক্টোবর রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করতে একজন দর্শকের সর্বনি¤œ খরচ পড়বে ৪০০ টাকা। সবশেষ সিঙ্গাপুর ম্যাচের মতো এই ম্যাচেও একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকিট সংগ্রহ করতে পারবেন। বুধবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। সর্বশেষ গত ১০ জুন ঢাকায় হওয়া সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে বেশ সমালোচিত হয়েছিল বাফুফে। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরুর পর হঠাৎ করেই টিকিফাই-এর সার্ভার ডাউন হয়ে যায়। তাই এবার...