ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের সাম্প্রতিক অধিবেশনে গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক হতাশা স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র—যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া—একযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা ওয়াশিংটনের অবস্থানের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ। এই জোরালো কূটনৈতিক পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল নীতির জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।দ্বিতীয় মেয়াদের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা এখন অনেকটাই ভিন্ন। ইসরায়েলি বাহিনীর লাগাতার ও বেপরোয়া হামলার মধ্যে তিনি অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এমনকি ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনার ব্যাপারেও তার প্রশাসনের মধ্যে অনীহা লক্ষ্য করা যাচ্ছে।সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালান। এর ফলে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় পরিচালিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির সর্বশেষ প্রচেষ্টা ভেঙে পড়ে।...