সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবারের ব্যালন ডি’অর জিতে নিয়েছেন পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে। ভোটে দ্বিতীয় হয়েছেন লামিনে ইয়ামাল। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস মনে করেন, বার্সেলোনার তরুণ তারকা ইয়ামাল একদিন ব্যালন ডি’অর জিতবেন। ইয়ামালের বয়স ২৩ বছরের বেশি হলে এবারই নাকি তার হাতে ব্যালন ডি’অর উঠতে বলে দাবি তেবাসের। মাত্র ১৮ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার ফুটবল দুনিয়ায় আলোড়ন তুলেছেন। ব্যালন ডি’অর না পেলেও টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন বছরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ‘রে মন্ড কোপা ট্রফি’। তেবাস বলেন, ‘লামিনে ইয়ামাল – নামটিই যথেষ্ট। যদি তার বয়স ২৩-এর বেশি হতো, তাহলে সে-ও ব্যালন ডি’অর জিতত। আমি নিশ্চিত। কিন্তু যেহেতু সে কম বয়সী, তাই তাকে অন্য পুরস্কার দেওয়া হয়েছে।’ লামিনে ইয়ামালকে ঘিরে...