সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে দুপুর ৩টা পর্যন্ত। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র গণ বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ সক্রিয় রয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ছাত্র সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে মোট ভোটার ৪ হাজার ৪৬২ জন এবং ১১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন প্রার্থী। গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে কিছুটা আলাদা। এখানে কোনো রাজনৈতিক প্যানেল ব্যবস্থা নেই, যার ফলে প্রার্থীরা স্বতন্ত্রভাবে প্রচার চালান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও সম্পূর্ণ অরাজনৈতিক। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের ৪০০ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে কাজ করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। ভোটগ্রহণে স্বচ্ছতা নিশ্চিত...