আমেরিকার রাজনীতি এখন এমন এক সংকটকাল পার করছে, যেখানে সহিংসতা যেন তার অঙ্গ হয়ে উঠেছে। আর সেই সহিংসতার সর্বশেষ রূপটি দেখা গেল ইউটাহ-তে, যেখানে এক বক্তৃতা অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান রক্ষণশীল রাজনীতিক চার্লি কার্ক। এই মৃত্যু শুধু একজন ব্যক্তির নয়, এটি মার্কিন রাজনীতির ভেতরে গভীর হয়ে বসে থাকা বিভক্তি ও উত্তেজনার প্রতিচ্ছবি। চার্লি কার্ক ছিলেন যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনীতির এক উজ্জ্বল ও বিতর্কিত মুখ। তাঁর বক্তব্য, চিন্তাভাবনা, এবং বিশেষ করে বর্ণবাদ ও অভিবাসনবিরোধী অবস্থানের কারণে তিনি দীর্ঘদিন ধরেই তীব্র সমালোচিত হচ্ছিলেন। তবে তাঁর মৃত্যু–একজন ২২ বছর বয়সী শ্বেতাঙ্গ যুবকের হাতে—এটাই প্রমাণ করে, সহিংসতা কেবল মতাদর্শগত বিরোধ থেকে নয়, বরং এক ধরনের অন্তর্নিহিত সামাজিক রেষারেষি থেকেও জন্ম নেয়। এবং তা যেন আগুনে ঘি ঢেলে দেয় আমেরিকার পুরোনো ক্ষত, বর্ণবিদ্বেষ। যদিও এই...