আগের ম্যাচেও সুযোগটি এসেছিল। লিওনেল মেসি তা না নিয়ে এগিয়ে দিয়েছিলেন সতীর্থকে। এবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি। অথচ দুবারই পেনাল্টি তিনি নিজে নিলে হয়তো টানা দুই ম্যাচে হ্যাটট্রিক হতো তার। অধিনায়কের এমন সিদ্ধান্তে অবশ্য বিস্মিত নন কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি বলছেন, মেসি তো এসব কতই করেছেন! মেজর লিগ সকারের ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালের ম্যাচে ৭৪ ও ৮৬তম মিনিটে দারুণ দুটি গোল করেন মেসি। এই দুটির মাঝে পেনাল্টি পায় মায়ামি। মেসি নিজে শট না নিয়ে এগিয়ে দেন দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেসকে। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়েই ফেরা অভিজ্ঞ ফরোয়ার্ড বল জালে পাঠাতে ভুল করেননি। ম্যাচে নিউ ইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে মেজর লিগ সকারের প্লেঅফ নিশ্চিত করে মায়ামি। দুটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন মেসি। আগের...