মানুষ বয়ে চলে বায়ুর মতোকখনো ক্ষণিক থামে!আবার চলে কলকলিয়েপূর্ণ নব উদ্যমে! মেঘের মতো পাখির মতোমনটা উড়ে চলে,যার গতি বিদ্যুতের অতিবজ্রের ভেল্কি খেলে! আজ এখানে কাল সেখানেপরশু অন্য কোথা!মন পবনের পানসি ছোটেহৃদয়ে নিয়ে ব্যথা! মেরুতে-মরুতে দুর্বার গতিতেমেদিনী কাঁপিয়ে চলে;উদ্যত উন্মুক্ত তরবারি সম্মুখেকে আছে কথা বলে? আলো-আঁধারে সাত সাগরেগতির নেই ব্যত্যয়!কীসের আশে কী উদ্দেশ্যেকীইবা তার প্রত্যয়? মানুষ মিলায় দিগন্ত রেখায়মৃত্যুর...