তৃতীয় সন্তানের মা হলেন ক্যারিবিয়ান পপতারকা রিয়ান্না। গত ১৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই গায়িকা। রিয়ান্না তার তৃতীয় সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স। সিএনএন এ খবর প্রকাশ করেছে। দীর্ঘ দিনের বন্ধু এসাপ রকির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় পপতারকা রিয়ান্না। ২০২২ সালে একটি পুত্রসন্তান জন্ম দেন এই গায়িকা। এ জুটির এটি প্রথম সন্তান। ২০২৩ সালে তাদের পরিবারে যুক্ত হয় কন্যাসন্তান।আরো পড়ুন:ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ডআলোচনায় বাগদানের আংটি: টেইলর সুইফট-কেলসে কত টাকার মালিক? আলোচনায় বাগদানের আংটি: টেইলর সুইফট-কেলসে কত টাকার মালিক? তৃতীয় সন্তানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রিয়ান্না। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন—“রাজকুমারী এই পৃথিবীতে তোমাকে স্বাগতম।” ২০২০ সালে ব্রিটিশ ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ান্না বলেছিলেন, “আগামী ১০ বছরের পরিকল্পনার মধ্যে সন্তান রয়েছে। আমার সন্তান থাকবে তিন বা...