দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ. চৌধুরীর শততম জন্মদিন আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। ১৯২৫ সালের এই দিনে গোপালগঞ্জের আড়ুয়াকান্দিতে জন্মগ্রহণ করেন তিনি।তিনি ২০১২ সালের ৫ জানুয়ারি প্রয়াত হন। জন্মদিনে তাকে স্মরণে নানা আয়োজন করেছে পরিবার ও স্কয়ার গ্রুপ। ১৯৫৮ সালে তিন সহযাত্রী ডা. কাজী হারুনর রশিদ, ডা. পরিতোষ কুমার সাহা, রাধিকামোহন রায়কে নিয়ে পাবনা শহরের শালগাড়িয়া মৌজায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস নামে ছোট আকারে একটি ওষুধ কারখানা স্থাপন করেন স্যামসন এইচ চৌধুরী। সেখান থেকে ব্যবসা ও ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণ হতে হতে বর্তমান আকার নিয়েছে স্কয়ার গ্রুপ। তার রেখে যাওয়া আদর্শ ও মূল্যবোধের পথ ধরে তার উত্তরসূরীরা স্কয়ার পরিবারকে উন্নীত করেছেন ৮১ হাজার সদস্যের পরিবারে। স্যামসন এইচ চৌধুরীর বাবা ইয়াকুব হোসেন চৌধুরী ছিলেন একজন মেডিকেল অফিসার, অর্থাৎ ডাক্তার। মায়ের নাম...