পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ও ফাস্ট বোলার হারিস রউফের বিরুদ্ধে আইসিসিতে লিখিত অভিযোগ জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। গত রোববার দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে এই দুই ক্রিকেটারের অঙ্গভঙ্গি নিয়ে আপত্তির কথা জানিয়েছে ভারতীয় বোর্ড। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, বুধবার আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে মেইল করেছে বিসিসিআই। সাহিবজাদা ও রউফ যদি এই অভিযোগ অস্বীকার করেন, তাহলে ব্যাপারটি গড়াতে পারে শুনানি পর্যন্ত। ওই ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট। তবে শুনানি হতে পারে টুর্নামেন্টের অন্য ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে। এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচটিতে ফিফটি করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি করার মতো ভঙ্গি করেন ফারহান। যেটিকে মনে করা হচ্ছে, ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে ইঙ্গিত। রউফের ঘটনা সীমানার দিকে ফিল্ডিংয়ের সময়। দর্শকদের একটি...