দেখার মতো দুটি গোল উপহার দিলেন লিওনেল মেসি। বানিয়ে দিলেন আরও একটি গোল। পেনাল্টি পেয়েও নিজে না নিয়ে এগিয়ে দিলেন সতীর্থকে। নইলে হতে পারত তার হ্যাটট্রিক। ভাবছেন এসব আলোচনা এখন আবার কেন? কারণ, আগের ম্যাচের ম্যাচের মতো ঠিক এই সবকিছুই যে আবার করেছেন তিনি! মেসিকে নিয়ে নতুন করে বলার আছে সামান্যই। শুধু বলা যায়, ছুটছেন তিনি অনিবারিত গতিতে। তার সেই ছুটে চলার সঙ্গী দল। মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। আগের ম্যাচে জিতেই প্লেঅফের দুয়ারে ছিল মায়ামি। এই জয়ে তা নিশ্চিত হয়েই গেছে। নিউ ইয়র্ক সিটির মাঠে প্রথমার্ধের শেষ দিকে মায়ামিকে এগিয়ে দেন তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার বালতাসার রদ্রিগেস। সেই গোলই মায়ামিকে এগিয়ে রাখে আরও ৩০ মিনিট। পরে ১২ মিনিটের মধ্যে দুর্দান্ত দুটি...