রাজনৈতিক দলগুলোর নড়াচড়া দেখে মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া বিষয়ে তাদের দ্বিধা-দন্দ্ব কাটতে শুরু করেছে।জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও পিআর পদ্ধতির নির্বাচন বিষয়ে তাদের যোজন যোজন দূরত্ব থাকার পরও তারা যে নির্বাচনে আশাবাদী হয়ে উঠেছে অনুমান করা যায়।মাঠের আন্দোলনগুলোকে মনে হতে পারে নির্বাচনী ওয়ার্ম আপ হিসেবে। যখনই নির্বাচনী রাজনীতি শুরু হয় তখন মানুষের মধ্যে জল্পনা-কল্পনা হয়,তার পছন্দের দলটির অবস্থান কি তা জানার আগ্রহ জন্মায়। সেই জনচাহিদার কথা বিবেচনা করে জরিপও হয়। এটা সবদেশেই হয়। কোথাও কোথাও জরিপের সঙ্গে নির্বাচনের ফল কাছাকাছি মিলে যায়।আবার কোথাও জরিপের ফল চাপা পড়ে নির্বাচনী ফলের নিচে।তারপরও ভোটারদের কাছে জরিপ নিয়ে কৌতূহল থাকে। সেই কৌতূহলের কথা বিবেচনা করে হয়তো ইনোভিশন কনসাল্টিং নামের একটি প্রতিষ্ঠান নির্বাচনী জরিপের ফল প্রকাশ করেছে। বিষয়টি যে ভোটার চাহিদার অংশ তাও প্রমাণিত...