গত মৌসুমে ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা ফিল ফোডেন ফিরেছেন স্বরূপে। কারাবাও কাপে হাডার্সফিল্ডের বিপক্ষে বুধবার রাতে ২-০ ব্যবধানে জিতেছে সিটি। দুটি গোলেই অবদান রাখেন ফোডেন। একটি করেছেন, অন্যটি করিয়েছেন। পরে তার প্রশংসায় পঞ্চমুখ কোচ পেপ গার্দিওলা। গার্দিওলা বলেছেন, ‘সেন্টার পজিশনেই ফোডেন খুশিমতো খেলেন। ডি বক্সের কাছাকাছি মনে করি ফোডেন উপযুক্ত খেলা খেলেন। যদি তিনি ফ্রি খেলতে পারেন, বিশেষ কিছুও করে দেখান।’ ‘স্ট্রাইকারদের পেছনের পজিশনে যখন ফিল খেলেন তখন তিনি ভয়ানক। আর্সেনাল, নাপোলি ও মানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও ফিল দারুণ ছিলেন। দল ভালো খেললে ফোডেনও ভালো খেলেন, যা ব্যতিক্রম কিছু নয়।’ কারাবাও কাপের...