আড়াই শর বেশি ছবিতে অভিনয় করা ববিতা তাঁর প্রিয় পরিচালকের তালিকায় এগিয়ে রেখেছেন সত্যজিৎ রায়কে। এই পরিচালকের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয়ের কারণে তাঁকে খুব কাছ থেকে দেখার সুযোগও হয়েছে ববিতার। এখনো সময় পেলে সত্যজিৎ রায়ের সিনেমা দেখেন ববিতা। দেশবরেণ্য এই অভিনয়শিল্পীর মতে, সত্যজিৎ রায় অলরাউন্ডার। সারা পৃথিবীর মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন পরিচালক। তিনি যেসব বিষয় নিয়ে ছবি বানিয়েছেন, সবই অন্য রকম; তাঁর শিল্পী বাছাই, গল্প, চিত্রনাট্য, ক্যামেরার কাজ। ববিতা বলেন, ‘আমি যখন “অশনি সংকেত” করতে গিয়েছিলাম, তখন আমি একদম ইনোসেন্ট ছিলাম। সিনেমার অত কিছু বুঝতামও না। তার কাজের ধরন আমাকে অবাক করেছে, মুগ্ধ করেছে। এককথায় বলতে গেলে, তিনি খুবই পারফেকশনিস্ট একজন পরিচালক। তাঁর চিত্রনাট্যের একটা দিক আমার ভালো লাগত, বাঁ পাশে লেখা থাকত, শর্টটা কী রকম হবে, ক্যামেরার অ্যাঙ্গেলটা...