একসময় মাসে ১,৮০০ রুপি বেতনে ক্লিনারের কাজ করেছিলেন, সেই নারীই পরে হয়ে ওঠেন ভারতের টেলিভিশনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা, এবং শেষ পর্যন্ত দেশের মন্ত্রী। বলছিলাম স্মৃতি ইরানির কথা। যার গল্প অনুপ্রেরণা জোগায় অসংখ্য মানুষকে। ১৯৭৬ সালে দিল্লিতে জন্ম নেওয়া স্মৃতি ছিলেন তিন বোনের মধ্যে জ্যেষ্ঠ। বাবা ছিলেন আধা পাঞ্জাবি ও আধা মহারাষ্ট্রীয়, মা বাঙালি। পরিবারে অর্থাভাব ছিল নিত্যসঙ্গী। বাবা আর্মি ক্লাবের বাইরে বই বিক্রি করতেন, আর মা সংসার চালাতে মসলা বিক্রি করতেন বাড়ি বাড়ি ঘুরে। সীমিত আয়ের কারণে কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি স্মৃতির। সংসারের হাল ধরতে অল্প বয়সেই নানা ধরনের কাজ শুরু করতে হয় তাঁকে। তবে দেখতে শুনতে ভালো স্মৃতির আগ্রহ ছিল শোবিজ অঙ্গন নিয়ে। স্মৃতি প্রথম আলোচনায় আসেন মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেরা ১০ জনের...