এশিয়া কাপে টানা দুই ম্যাচ খেলার ধকল নিতে হচ্ছে বাংলাদেশকে। ভারত ম্যাচ শেষ না হতেই ভাবতে হচ্ছে পাকিস্তানকে নিয়ে। ফাইনাল নিশ্চিতের মিশনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দুবাইয়ে ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়। এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত মুস্তাফিজদের।বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য টাইগাদের সমীহের চোখেই দেখছেন আফ্রিদি। টাইগারদের হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে মন্তব্য করেন তিনি। জানান, পুরো দলের নজর এখন বাংলাদেশের ম্যাচের দিকে।আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই ভালো খেলতে হবে।‘ভারতের কাছে হারের পর ফাইনালে যাওয়ার সমীকরণটা বেশ পরিষ্কার বাংলাদেশের সামনে। শেষ ম্যাচে...