এশিয়া কাপের ফাইনালে ওঠার দৌড়ে ভারতের বিপক্ষে পরাজয়ে এক ধাপ পিছিয়ে পড়লো বাংলাদেশ। তবে দলীয় ব্যর্থতার মাঝেও একাই দলকে টেনে নিয়ে গেছেন সাইফ হাসান। ব্যক্তিগত অর্জনে ব্যাট হাতে ছক্কার রেকর্ড গড়েছেন তিনি। গতকাল ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। তবে জয়ের মুখ দেখতে পারেনি টাইগাররা। ম্যাচে ব্যর্থতায় বাংলাদেশের ফাইনাল ম্যাচ খেলার ঝুঁকিটা একটু বেড়ে গেছে। আজকের পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ভাগ্য নির্ধারণকারী ম্যাচ। দলের সব খেলোয়াড়ের ব্যাটিং ব্যর্থতা দলকে দিয়েছে হতাশা। তবে বিপরীতে ছিলেন সাইফ হাসান। সব খেলোয়াড় যখন একের পর এক ব্যর্থ হচ্ছিলেন তখন স্রোতের বিপরীতে একাই দলকে টেনে নিয়ে গিয়েছেন সাইফ, গড়েছেন নতুন রেকর্ড। ব্যক্তিগত ৬৯ রানে সমাপ্তি হয় এই ব্যাটারের ইনিংস। তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৫১ বলে ৬৯ রান করে সাজান তিনি...