প্রো-ফিলিস্তিন আইরিশ ব্যান্ড ‘নিক্যাপ’কে আসন্ন গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল থেকে বাদ দেওয়ার দাবি-সম্বলিত একটি চিঠিতে স্বাক্ষর করায় ম্যানেজার ডেভিড লেভিকে বহিস্কার করেননি ডুয়া লিপা। যদিও সোমবার (২২ সেপ্টেম্বর) ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল’র বরাতে ‘বহিস্কার করেছেন’ বলে একটি সংবাদ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিল। এবার নিজের অবস্থান তুলে ধরে গায়িকার ভাষ্য, সেই খবরটি ‘সুস্পষ্ট মিথ্যা’। কেননা, সাম্প্রতিক বছরে সেই ম্যানেজার আর ডুয়া লিপার টিমে কাজ করছেন না। অনেক আগেই তিনি চাকরি ছেড়েছেন। তাই প্রচারিত সংবাদটি ভিত্তিহীন। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতি দিয়ে বিষয়টি খোলাসা করেছেন ডুয়া লিপা নিজেই। তিনি লেখেন, ‘একজন শিল্পী সত্য উচ্চারণ করায় ডেভিড লেভি কিংবা অন্য সংগীত-সংশ্লিষ্ট নির্বাহীদের আচরণকে আমি সমর্থন করি না। সংবাদমাধ্যমে তা (বহিস্কারের ঘটনা) যেভাবে প্রচারিত হয়েছে, সেটাও এড়িয়ে যেতে পারি না।’ যোগ করে...