বাংলাদেশের টেলিভিশন নাটকের ভুবনে একসময় যে জুটি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল, তারা হলেন তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলা। বাস্তব জীবনে তারা ছিলেন স্বামী-স্ত্রী, তবে ছোট পর্দায় অভিনয়ে তাদের রসায়ন এতটাই জনপ্রিয় হয়েছিল যে এক দশক আগে নাটকপ্রেমীরা তাদের নাম শুনলেই আলাদা আগ্রহ অনুভব করতেন। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে তাহসান মূলত একজন গায়ক হিসেবে জনপ্রিয়তা পান। তবে তার ভিন্নধর্মী অভিনয়, চেহারায় সহজ-সরল আবেদন ও কণ্ঠস্বর তাকে দ্রুত নাটকের দর্শকের কাছে প্রিয় করে তোলে। অন্যদিকে মিথিলা শুরু থেকেই অভিনয়ে সাবলীল ছিলেন। সামাজিক গল্প, রোমান্টিক প্লট কিংবা পারিবারিক দ্বন্দ্ব-সবকিছুতেই তিনি স্বতঃস্ফূর্ত অভিনয়ের পরিচয় দেন। এই দুজনকে একসঙ্গে পর্দায় আনার মধ্য দিয়েই গড়ে ওঠে এক অনন্য জুটি। ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম: ৯০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে তাহসান ও মিথিলার প্রেম জমে...