এশিয়া কাপ সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে মাঠের লড়াই ছাড়িয়েছে মাঠের বাইরেও। পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের উস্কানিমূলক আচরণের অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অন্যদিকে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের মন্তব্যকে রাজনৈতিক বলে অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচ চলাকালীন হারিস রউফ দর্শকদের উদ্দেশে বিমান ভূপাতিত করার ভঙ্গি করেন, যা ভারতের সামরিক অভিযানের প্রতি ব্যঙ্গ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সমর্থকরা তখন ‘কোহলি’ ‘কোহলি’ স্লোগান তুলছিলেন, যা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ছক্কা মেরে ম্যাচ জেতানোর ঘটনাকে ইঙ্গিত করে। এছাড়া ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মাকেও তিনি উস্কানি দেন। অন্যদিকে সাহিবজাদা ফারহান ফিফটি পূরণ করার পর ব্যাটকে বন্দুকের মতো ব্যবহার করে গুলি...