আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের জন্য বর্তমানে ভিসা চালু না থাকায় এবং ভিসা স্থানান্তরের সুযোগ বন্ধ থাকায় সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরা বড় সংকটের মুখোমুখি হয়েছেন। কর্মী সংকটের কারণে তাঁদের ব্যবসা পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছে। দক্ষ জনবলের অভাবে উৎপাদনশীলতাও কমে যাচ্ছে, যা প্রবাসী অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। দুবাই ভেজিটেবল মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন কেবিএন রেস্টুরেন্টের চতুর্থ শাখা উদ্বোধনের সময় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে নতুন কর্মী নিতে না পারায় অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে বিকল্প হিসেবে নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী আমদানি করছেন। অথচ আমাদের দেশে এখনও অনেক দক্ষ, পরিশ্রমী ও কর্মঠ তরুণ কাজের অপেক্ষায় আছেন। আমরা বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে অনুরোধ জানাই, এই সমস্যা দ্রুত সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক। ভিসা প্রক্রিয়া সহজ করা হোক। আবির বিজনেস অ্যাসোসিয়েশনের...