লিওনেল মেসি আক্রমণে গেলে অবস্থা কেমন দাঁড়ায় সেটা সব সময় কল্পনাও করা যায় না। বিগত ৯ দিনে গোল করেছেন পাঁচটি। যার মধ্যে মেজর লিগ সকারে সর্বশেষ তার জোড়া গোলে নিউ ইয়র্ক সিটিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। তাতে প্লে-অফ নিশ্চিত হয়েছে দলটির। ম্যাচের ৪৩ মিনিটে রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মায়ামি। তার পর ৭৪ ও ৮৬ মিনিটে মেসি জোড়া গোল করেন। আর্জেন্টাইন অধিনায়কের সামনে সুযোগ ছিল ৮৩ মিনিটে হ্যাটট্রিক করার। কিন্তু মায়ামি অধিনায়ক নিজে স্পট কিক না নিয়ে দীর্ঘদিনের বন্ধু সুয়ারেজকে পেনাল্টি থেকে গোল করার সুযোগ করে দেন। তাতে স্কোর হয়ে যায় ৪-০। সর্বশেষ ১২ ম্যাচের ৮টিতে দুই বা ততোধিক গোল ছিল মেসির। তাতে মেজর লিগ সকারে একটা কীর্তিতে নাম ঢুকে গেছে তার। লিগের...